• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূলে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর– স্পীকার

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, যক্ষ্মা প্রতিরোধ ও নির্মূলে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। সংসদ সদস্যগণ এক্ষেত্রে সচেতনতা তৈরি, তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করার মাধ্যমে ভূমিকা রাখতে পারেন। ইতোমধ্যে সংসদ সদস্য ও ডাক্তারদের সমন্বয়ে একটি দল তামাকবিরোধী প্রচারণায় কাজ করছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউএসএইড’স এলায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) এর উদ্যোগে ‘এসিলারেটিং এফোর্টস টু এন্ড টিউবারকোলোসিস ইন বাংলাদেশ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন।

স্পীকার বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্যসমূহের মধ্যে মাতৃমৃত্যু হ্রাস, শিশুমৃত্যু হ্রাস, শিশুর টিকা প্রদান ইত্যাদি অনেক ক্ষেত্রে বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করেছে। যক্ষ্মা সম্পূর্ণ নির্মূলে ইউএসএইড’স এলায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাথে পরামর্শক্রমে সেমিনার আয়োজনের মাধ্যমে সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে যক্ষ্মা প্রতিরোধমূলক কার্যক্রম ছড়িয়ে দিতে পারে।

আইসিডিডিআরবি-র সিনিয়র বিজ্ঞানী ড. সায়েরা বানুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরমা দত্ত এমপি বক্তব্য রাখেন। কর্মশালায় ডা. শাহরিয়ার ও আইসিডিডিআরবির অন্যান্য বিশেষজ্ঞগণ তাদের মতামত ব্যক্ত করেন। কর্মশালায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।