নিজস্ব প্রতি নিধি :- মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার জেলার নিউ মার্কেট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা।
এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল আমিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অভিযানকালে পুলিশ ও আনসার বাহিনির সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে ১০ দোকানদার ও ক্রেতাকে মাস্ক না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এর পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ফরিদপুরে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে ফরিদপুরে করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫২৭ জন। এতে মারা গেছে ১২০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫০ জন।