• ঢাকা
  • রবিবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
বীরগঞ্জে আলু কুড়াতে গিয়ে প্রাণ গেল এক শিশুর

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ দিনাজপুরের বীরগঞ্জে আলু ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষাবাদের সময় ক্ষেতের উঠে আসে আলু কুড়াতে গিয়ে ট্রাক্টর চাপায় মোঃ কিবরিয়া হাসান বুদু (০৮)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মোঃ কিবরিয়া হাসান বুদু উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র দক্ষিণ পাড়া গ্রামের মোঃ মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার দামাইক্ষেত্র দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল খালেক সরকার জানান, দামাইক্ষেত্র গ্রামের আলু ক্ষেতে চাষ করার জন্য জগদিশ চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায়ের ট্রাক্টর ভাড়া করে জমির মালিক একই গ্রামের চিয়ারু মোহাম্মদের ছেলে মোঃ ফরিদুল ইসলাম। এ সময় জমিতে থেকে যাওয়া আলু উঠে আসলে এলাকার শিশু-কিশোরেরা কুড়াতে নামে। এর একপর্যায়ে ট্রাক্টর চালকের অসর্তকতায় ট্রাক্টরটি শিশু মোঃ কিবরিয়া হাসান বুদুর উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

বীরগঞ্জ থানার এসআই মোঃ কাওসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন পক্ষের অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।