হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার ৪নং ওয়াড গুদামপাড়া এলাকার ১৮ বছর বয়সী ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আজ মাধবপুর পৌরসভায় ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসায় বাড়িটি উপজেলা প্রশাসন কর্তৃক লক ডাউন করা হয়। করোনার সংক্রমনের হার ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে মাধবপুর উপজেলা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাধবপুর পৌরসভার ১৮ বছর বয়সী ব্যক্তির করোনা পজিটিভ রোগীর বাসায় উপস্থিত থেকে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার লকডাউনকৃত পরিবারটিকে উপজেলা প্রশাসনের তরফ থেকে জি আর এর ৪০ কেজি চাল এবং খাদ্যসামগ্রী প্রদান করেন। হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এস আই সহ আরো ৪ জন নতুন করে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মাধবপুরে মোট আক্রান্ত হয়েছেন ২৪ জন। এর মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন।
একজন নারী স্বাস্থ্য কর্মী মারা গেছেন। আয়েশা আক্তার বলেন, মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হলে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেয়া হল।