• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেল দাবা টুর্ণামেন্টের আয়োজন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২১

: শেখ রাসেল দিবস উদযাপনের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ফরেন সার্ভিস একাডেমীতে দিনব্যাপী দাবা টুর্ণামেন্টের আয়োজন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ‘শেখ রাসেল মেমোরিয়াল র‌্যাপিড চেজ টুর্ণামেন্ট’ উদ্বোধন করেছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ চেজ ফেডারেশন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং  গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ নেয়ার জন্য মন্ত্রনালয়ের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী এই খেলার সঙ্গে তার নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তরুণ অফিসারদের পররাষ্ট্র দফতরের বাস্তব কাজের সঙ্গে অসাধারণ মিল উল্লেখ করে দাবার ব্যাপারে আগ্রহী হতে তাদের উৎসাহিত করেন।
পররাষ্ট সচিব কূটনীতিকদের জন্য দাবার গুরুত্বের কথা তুলে ধরেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্ত্রনালয়ের ভবিষ্যৎ এমন উদ্যোগকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।