দুই পুলিশসহ নতুন আক্রান্ত ৯জন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যুর হয়েছে। এর আগে এক মুক্তিযোদ্ধাসহ দুইজনের করোনায় মৃত্যু হয় এ উপজেলায়। দুই পুলিশ সদস্যসহ নতুন করে আরও আক্রান্ত হয়েছে ৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩৩ জন। সুস্হ্য হয়েছেন ৩৭ জন। বাকিদের বাড়িতেই রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি হলেন পৌরসভার পশ্চিম কামারগ্রামের চরপাড়া হাসিম মোল্যার ছেলে লিপন মোল্যা (২৮)।
জানা গেছে, লিপন লিভারের রোগী সেই সাথে বেশ কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা, গলাব্যথায় ভুগছিল। ভয়ে করোনা পরীক্ষা করায়নি সে। সোমবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে মারা যায় সে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক।
নতুন আক্রান্ত নয়জনের মধ্যে বোয়ালমারী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক একজন ও কনস্টেবল একজন রয়েছেন। এছাড়া চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া, হামামদিয়া ও পৌরসভার কুশাডাঙ্গা, শিবপুর একজন করে এবং বোয়ালমারী বাজারে দুইজন, পাশ্ববতী সালথার একজন (যিনি বোয়ালমারীতে চাকরির সুবাদে বসবাস করেন)।
মঙ্গলবার (১৬.০৬.২০) সকালে উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, চলতি বছরের ১৭ এপ্রিল এ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। থানার দুই পুলিশসহ নতুন আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। আক্রান্ত ব্যক্তিরা নিজবাড়িতেই রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।