ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বুধবার বিকাল ৫ টায় মধুখালী পাট বাজারে এ অনুষ্ঠানের অায়োজন করা হয়।
ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন , মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ও মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা, মহিলা পরিষদের সহ-সভাপতি নাসরিন কালাম, সাধারন সম্পাদক সামসুন্নাহার, মঞ্জু অারা সালাম, খুরশিদা অানোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তুরিন শাহরিয়া, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক প্রীতি কণা ভাদুরি, সদস্য অাসমা, রেসমা, সালেহা, প্রোগ্রাম এক্সিকিউটিভ জেসমিন ইসলাম প্রমূখ। উল্লেখ্য ১৬ থেকে ৩০শে সেপ্টেম্বর মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ হিসেবে মহিলা পরিষদ তাদের কার্য পরিচালনা করছে। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের ৫০ বছর সংগঠন বিস্তৃত ও সংহত করে বৃহত্তম নারী অান্দোলন গড়ে তুলতে সকলকে এগিয়ে অাসতে বলা হয়।