নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতুড়ি পেটায় রাকিবুল হোসেন (৩০) ও শেখ শুকুর (৬০) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল নতুন বাজারে এ ঘটনা ঘটে।
জানাযায়, গোড়াইল গ্রামের রাকিবুল হোসেন ফরিদপুরের একটি হাসপাতালে চাকরি করে। প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে বাড়ি ফেরার সময় গোড়াইল নতুনবাজারে আসলে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ও তার সহযোগীরা রাকিবুলের উপর হামলা চালায়। রাকিবুলকে উদ্ধারে এগিয়ে এলে শেখ শুকুর নামের এক বৃদ্ধা আহত হয়। এসময় হামলাকারীরা রাকিবুলের কাছে থাকা ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করে রাকিবুল।
এ ঘটনায় রাকিবুল বাদি হয়ে ১৫ জানুয়ারি শনিবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
হামলার কথা অস্বীকার করে শহিদুল বলেন, আমি কোনো হামলা চালাইনি বরং রাকিবুলই আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করেছে ও আমার বাড়ি ঘর ভাংচুর করেছে।