• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতি করার প্রতিবাদে মানববন্ধন

কবীর হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর বাজারের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলফাডাঙ্গা উপজেলা শাখা।

এরআগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে উপজেলা চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয় তারা।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা’র সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, আশরাফ উদ্দিন তারা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত ও খণ্ডিত করে প্রচার করে কোটাবিরোধী আন্দোলনকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। ‘আমি কে, তুমি কে রাজাকার, রাজাকার’ কোটা আন্দোলনকারীদের এ ধরণের বিতর্কিত স্লোগান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করার শামিল উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।