আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
শনিবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মহিষারঘোপ বাজারের চান্দিনায় ও বুড়াইচ ইউনিয়নের ফলিয়া নতুন বাজারে প্রধান অতিথি হিসেবে
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল চৌধুরী আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আকবার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান-উদ-দৌলা রানা, শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম এনায়েত, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তন্ময় উদৌলা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।
প্রসঙ্গ :দু’টি স্থানে প্রায় আড়াই শতাধিক অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি, লবন, হলুদ, মরিচ ও ধুঁনিয়ার গুঁড়াসহ ইত্যাদি দেওয়া হয়।