নিজস্ব প্রতিবেদক :-
ফরিদপুর জেলার স্থায়ী শুমারি কমিটির সভা আজ ১৬ মে ২০২২ তারিখে জেলা প্রশাসক অতুল সরকার মহোদয়ের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জনশুমারির গুরুত্ব তুলে ধরতে জেলা প্রশাসক বলেন এটি শুধুমাত্র পরিসংখ্যান বিভাগের কাজ নয়,এটি প্রতিটি বিভাগের কাজ,এই কাজের মাধ্যমে বয়সভিত্তিক,লিংগভিত্তিক,ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ,রেমিট্যান্স এর সুবিধাভোগী পরিবার,ইন্টারনেট মোবাইল ব্যবহার কারীর সংখ্যাও জানা যাবে।জনপ্রতিনিধিদের বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে কাজ সম্পন্ন করার অনুরোধ করেন,তিনি উল্লেখ করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা জনশুমারিতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করেই হবে। সভার সদস্য সচিব জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক তার উপস্থাপনায় জানান আগামী ১৫-২১জুন দেশব্যাপী শুমারির তথ্য সংগ্রহ কাজ চলবে।১৪জুন তারিখ দিবাগত রাত ১২ঃ০০ টা থেকে পরদিন সকাল ০৬ঃ০০ টা পর্যন্ত ভাসমান লোক গণনা করা হবে এবং এই সময়কে রেফারেন্স টাইম হিসেবে বিবেচনা করে লোকজনের অবস্থান অনুযায়ী তাদের সেই খানায় গণনা করা হবে। সভায় সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা উপস্থিত ছিলেন ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মণ্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ,উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ,অন্যান্য বিভাগের কর্মকর্তা গণ,সাংবাদিক বৃন্দ। মূল শুমারিতে ফরিদপুর জেলায় ০৩ জন জেলা শুমারি সমন্বয় কারীর তত্ত্বাবধানে ০৯ জন উপজেলা শুমারি সমন্বয়কারীর অধীনে ৫২ জন জোনাল অফিসার, ৪৬৭৩ জন গণনাকারী এবং ৮২১ জন সুপারভাইজার কাজ করবে। এছাড়াও টেকনিক্যাল সমস্যা সমাধান করার জন্য প্রতি উপজেলায় ০৫ সদস্য বিশিষ্ট আইটি টিম কাজ করবে।