ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শ্যামা পূজা
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
252 বার দেখা হয়েছে
০
ফরিদপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শ্যামা পূজা।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামা পূজা সোমবার রাতে শেষ হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন মন্দিরে আরতী প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ, ও ধর্মীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হিন্দু শাস্ত্র মতে মা কালী কে বিপদনাশিনী হিসেবে গণ্য করা হয়ে থাকে। এর ফলে সমাজে কোন বিপদ আসে না বলে হিন্দু ধর্মালম্বীরা মনে করে থাকে।
এদিকে শ্যামা পূজা উদযাপন উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরে শনিবার শ্যামা পূজা শেষ হলেও ,সোমবার রাতে বেশিরভাগ মন্দিরের প্রতিমা শহরের গোয়ালচামট পৌর বিসর্জন (কুমার নদীতে) বিসর্জন দিতে দেখা যায়। বিসর্জন শেষে বিভিন্ন মন্দিরে মহামারী করোনা থেকে বাঁচার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়।
ফরিদপুর শহরে এবছর শতাধিক পূজা মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে বেশিরভাগ মন্দিরে ততটা লোকসমাগম দেখতে পাওয়া যায়নি।