দিনাজপুরে ৩০০টি পরিবার স্বেচ্ছায় লকডাউনে গেছে
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দিনাজপুর সদর উপজেলার তরিমপুর এলাকায় ১টি পাড়ার প্রায় ৩০০টি পরিবার স্বেচ্ছায় লকডাউনে গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার তরিমপুর এলাকায় গিয়ে দেখা যায় এলাকাবাসীর উদ্যোগে প্রায় ৩০০ টি পরিবার স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এই এলাাকার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বহিরাগতদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে।
এলাকাবাসীরা জানান, বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে এবং এর বিস্তার রোধে আমরা এই লকডাউনের উদ্যোগ গ্রহণ করেছি। এই পাড়ার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাড়ায় বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। জরুরি কাজ ছাড়া এই পাড়ার মানুষ বাইরে যাচ্ছেন না। এলাকায় প্রবেশের পূর্বে হাত ভালো করে ধুয়ে জীবানুনাশক স্প্রে করে প্রবেশ করতে বলা হয়েছে।
তারা আরো জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে অনেকদিন থেকে জনসচেতনতা মূলক লিফলেট, এলাকার বিভিন্ন স্থানে জীবানু নাশক স্প্রে করেন এই এলাকার যুবসমাজের মোঃ শাহরিয়ার শিশির,মোঃ নাজমুল ইসলাম,মোঃ আনারুল ইসলাম,মোঃ সোহেল রানা,মোঃ রাব্বি বাবু,মোঃ হাসিবুর হিমেল।