• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
নারিকেল দুধে হাঁসের মাংস

ছবি সংগৃহিত

হাঁসের মাংস অনেকেই পছন্দ করেন। আজ আমরা জানবো, নারিকেল দুধে হাঁসের মাংসের রেসিপি।

কী কী লাগবে-
– হাঁসের মাংস-১ কেজি
– আদা বাটা-২ টেবিল চামচ
– রসুন বাটা-১ চা চামচ
– পেঁয়াজ বাটা-১/৪ কাপ
– পেঁয়াজ কুচি-১/৪ কাপ
– জিরে বাটা-১ চা চামচ
– হলুদ গুঁড়ো-১ চা চামচ
– লাল লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
– ধনে গুঁড়ো-১ চা চামচ
– ছোট এলাচ-২টো
– দারচিনি-২ ইঞ্চি
– তেজপাতা-২টো
– নারকেল দুধ-২ কাপ
– গরম মশলা গুঁড়ো-১ চা চামচ
– কাঁচালঙ্কা-৫,৬টা
– নুন-স্বাদ মতো
– তেল-পরিমাণ মতো

## লাইভে এসে অস্ত্র হাতে সাকিবকে হত্যার হুমকি

## আমি কালীপূজা উদ্বোধন করিনি : সাকিব আল হাসান

কীভাবে বানাবেন-
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এবারে আদা, রসুন, জিরে বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে সুন্দর ভাজা গন্ধ বেরোলে মাংস দিন। আধ কাপ জলে সব গুঁড়ো মশলা(গরম মশলা ছাড়া) দিয়ে মাংস কষাতে থাকুন। অর্ধেক কষানো হলে ১ কাপ নারকেল দুধ দিয়ে হালকা আঁচে ঢেকে মাংস রান্না করুন। সেদ্ধ হলে মাখা মাখ হয়ে এলে বাকি নারকেলের দুধ, কাঁচা লঙ্কা চিরে দিয়ে, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ১০ থেকে ১৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।