ফরিদপুরে বিনামূল্যে শাকসবজির বীজ বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড -১৯) এর প্রাদুর্ভাব জনিত সময়ে বসত বাড়ির আঙিনায় শাকসবজির আবাদে উদ্বুদ্ধ করতে আজ ১৬ মে শনিবার সকালে বর্ধিত পৌরসভার মামুদপুর এলাকার ৫০ জন কৃষক /কৃষাণীর মাঝে বিনামূল্যে এসব বীজ বিতরণ করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক /কৃষাণীদের মাঝে বীজ বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাসের কারনে সারা বিশ্বের মত বাংলাদেশও লকডাউনে রয়েছে। বন্ধ রয়েছে প্রায় সকল কার্যক্রম, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে সকল কৃষক /কৃষাণী তাদের জমিতে নিয়মিত ভাবে ফসল ফলানোর সকল কাজ করবেন আর এতে সকল ধরনের সাহায্য সহযোগিতা করবে সরকার। তারই অংশ হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ আপনাদের মাঝে যে বীজ বিতরণ করা হলো তা আপনারা সঠিক ভাবে কাজে লাগাবেন যাতে আপনারা কোন সমস্যায় না পরেন পাশাপাশি শহরেও শাকসবজির কোন ঘাটতি পরবে না। আপনাদের বাড়ির উঠোনে বা বাড়ির চারপাশে এসব শাকসবজির বাগান গড়ে তুলবেন। এর পুর্বে জেলা প্রশাসক গ্রামের দেবদাস সরকারের জমিতে কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটার উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাসার মিয়া, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষন, কৈজুরী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি হান্নান খান প্রমুখ।