শফিকুল খান জনি,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ চাপায় ইজিবাইক যাত্রী দাদী-নাতনী নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে।
স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন স্থানে এলপিজি গ্যাস সিলিন্ডার বাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-২৪১৪) ফরিদপুরগামী একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়। নিহত দুইজন সম্পর্কে দাদী-নাতনী। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুট্টি গ্রামের মৃত রব্বান শেখের স্ত্রী ও রফিক শেখের মা নবী বেগম (৬২) এবং রফিক শেখের মেয়ে ময়না বেগম (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তালমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, এ ঘটনায় ইজিবাইকে থাকা কয়েকজন যাত্রী মারাত্মক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকের যাত্রীরা কুমারপুট্টি গ্রাম থেকে ফরিদপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।