নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরে এই প্রথম নগরকান্দা উপজেলার সদর বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনতে ৩০ টি সিসি ক্যামেরা স্থাপন করেছে নগরকান্দা পৌরসভা ও বাজার বনিক সমিতি।
এতে সন্তোষ প্রকাশ করেছে বাজারের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী এ ক্যামেরা গুলোর উদ্বোধন করেন।
বাজারে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ প্রতিরোধকল্পে, পৌরসভা ও বাজার বনিক সমিতির অর্থায়নে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে এ সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এরপর বাজারে অপরাধমূলক কাজ কমে আসার কথা। এছাড়া কোনো অপরাধমূলক কাজ সংঘটিত হলেও অপরাধীদের শনাক্ত করতে সুবিধা হবে। এতে জনগণের পাশাপাশি পুলিশ প্রশাসনও উপকৃত হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে নগরকান্দা বাজারে সিসি ক্যামেরা স্থাপনের খবর শুনে বাজার কমিটি ও পৌরসভার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা।