ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা, ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ কোটি টাকা ব্যয়ে বার কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মহিলা কলেজ মোড়ে বোয়ালমারী জিসি হতে বাগাট জিসি ভায়া গোহাইলবাড়ি সড়কের বোয়ালমারীর অংশ উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, পৌর মেয়র মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদস্য আশিকুর রহমান প্রমুখ।