• ঢাকা
  • বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
রাজশাহীর মোহনপুরে নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টসকর্মী  করোনা আক্রান্ত 

রাজশাহীর মোহনপুরে নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টসকর্মী  করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এনিয়ে রাজশাহী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনেআক্রান্ত ওই নারী সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে রাজশাহী ফেরেন। তার বাড়ি মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছীতে।রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই নারীর করোনা ভাইরাস পজিটিভ এসেছে। রিপোর্ট হাতে আসার পরপরই আমরা তার বাড়ি ও আশেপাশের আরও কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছি। বাড়িতে রেখেই তার চিকিৎসা করা হবে।’এদিকে, বৃহস্পতিবার রামেক ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোহনপুরের ওই নারী ছাড়াও আরও ৪ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে জয়পুরহাটে ২ জন, পাবনা ১ ও বগুড়ার ১ জন করে।সিভিল সার্জন ডা. এনামুল জানান, বগুড়ার আক্রান্ত ব্যক্তির বয়স ২৯ বছর, জয়পুরহাটের আক্রান্ত দুই ব্যক্তির বয়স ৪৭ ও ৪২ বছর এবং পাবনার ব্যক্তির বয়স ৩২ বছর। রাজশাহী ছাড়া এই তিনটি জেলায় প্রথম করোনা সংক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া গেলো।

রাজশাহীতে গত ১২ এপ্রিল পুঠিয়া উপজেলায় প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বাগমারা ও পুঠিয়ায় আরও দুই করোনা রোগী শনাক্ত হয়।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকলে কলেজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রাজশাহী জেলায় আক্রান্ত তিনজনকে বর্তমানে তাদের বাড়িতে রেখে চিকিৎসা চলছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।