মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হচ্ছে । এরই অংশ হিসেবে আজ সকাল সাড়ে সাতটায়
জেলা প্রশাসনের উদ্দোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর শহরস্থ অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
অনুষ্ঠানে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ করেন ফরিদপুরের ৩ নং আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন পক্ষ থেকে, এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক ফরিদপুর, পুলিশ সুপার ফরিদপুর, জেলা পরিষদ ফরিদপুর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা ও অঙ্গসংগঠন, ফরিদপুর প্রেসক্লাব, সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন, ফরিদপুর জেলা কারাগার, বিএমএ ফরিদপুর, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুর, জেলা ক্রীড়া সংস্থা ফরিদপুর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন
পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল কলেজের ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর প্রধান। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিলো।