ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৭ জুলাই শুক্রবার ফরিদপুর জেলা পুজা উদযাপন কমিটি ও পৌরসভা শাখার উদ্যোগে ফরিদপুর শহরের বিভিন্ন মন্দিরে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সচেতনতা মূলক বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যশোদা জীবন দেবনাথ এর অর্থায়নে স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভা শহর শাখার সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অজয় রায়, আশিষ পোদ্দার বিমান, সঞ্জীব দাস, শংকর সাহা, সুরজিৎ কুন্ডু, সঞ্জয় কর্মকার, শিবু প্রসাদ রায়, উৎপল দত্ত, পরিমল সরকার, তাপস দত্ত, রঞ্জন ঘোষ প্রমূখ।
এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করা হয়।