রাকিবুল ইসলাম, সদরপুর ঃ-সারা দেশের মতো ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অপর্ন করেন, উপজেলা পরিষদ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্যের পক্ষে থেকে সদর ইউনিয়নে চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ সকল সরকারি বেসকারি প্রতিষ্ঠান।
পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা পূরবী গোলদারে সভাপতিত্বে দরবার হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
উপজেলা সহকারি কমিশনার ভূমি সজল চন্দ্র শীল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফফার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ ওমর ফয়সল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা বিধান রায়সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে ১০১ পাউন্ডের কেক কাটা হয়।