কবির হোসেন,,আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় রফিক হোসেন তালুকদার নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক থেকে অবসর নেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ে মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। ফুল এবং উপহার দিয়ে এ বিদায়ী শিক্ষককে সম্মাননা জানানো হয়েছে।
এ সময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা পেশাজীবীর মানুষ এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজাদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিলন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এস এম আকরাম হোসেন,সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান লাভলু, সহকারী শিক্ষক ফরিদ হোসেন,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির,শিক্ষার্থীদের মধ্যে অরূপ,সারা জেরিন, আয়ান আহমেদ, আবেদা আক্তার, সৈয়দা সাবিহা,মেহেদী হাসান প্রমুখসহ অনেকে।
প্রসঙ্গ ; বিদায়ী এ শিক্ষক অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ সময়ে সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদানসহ বিদ্যালয়ের উন্নয়নে অন্তরিকতার সহিত দায়িত্ব পালনে ফলে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে বিদায় বেলায় আবেগময় পরিবেশের সৃষ্টি হয়েছে।
কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ ১৭ জানুয়ারি ২০২৫।