• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
মধুখালীতে যথাযথ মর্যদায় ৫০তম মহান বিজয় দিবস উদযাপন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় ১৬ডিসেম্বর ৫০তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ভোর ৬.১৫মিনিটে মধুখালী থানা পুলিশ ৫০বার তপোদ্ধনীর মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। সকাল ৮টা ১৫মিনিটে মধুখালী পাইলট উচ্চ বিদ্যায়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমান এর ম্যুরাল-এ উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, মধুখালী পাই লট উচ্চ বিদ্যালয়, সরকারি আইনউদ্দিন কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মধুখালী পাবলিক লাইব্রেরী, খেলাঘর আসরসহ প্রায় অর্ধশতাধিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামীলীগ রেলগেটস্থ কার্যালয়ে উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুর নেতৃত্বে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। বেলা ৯টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মার্চপাস্ট ও সালাম গ্রহণ এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখের উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সরকারি আইনউদ্দীন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু,  সহকারী কমিশনার (ভুমি) শামিম আরা, মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী মিয়া প্রমুখ ব্যক্তিবর্গ ও সুধিজন।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপজেলা ব্যাপী যথাযথ মর্যাদায় পালন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।