সনতচক্রবর্ত্তীঃ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেন। সকাল ৮:৪৫মিনিটে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বোয়ালমারী থানা, বোয়ালমারী প্রেসক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, সরকারি কলেজ, পল্লী বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সাবরেজিস্ট্রী অফিস পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচির শুভ সুচনা করেন। কর্মসূচির মধ্যে ছিল শিশু কিশোরদের অংশগ্রহনে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শেখ মুজিবুর রহমানের জীবন কর্মের উপর আলোচনা সভা দোয়া মাহফিল এবং হাসপাতাল এতিম খানায় উন্নতমানের খাবার বিতরন। বিকাল ৪টায় বোয়ালমারী চৌরস্তায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে শেখ মজিবুর রহমানের জীবন ভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শণ এবং আলোক চিত্র প্রদর্শণী হয়। এছাড়া বিভিন্ন সরকারি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুষ্পমাল্য অর্পণ ও বিভিন্ন কর্মসূচি পালন করে। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালিদুর রহমান, কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু আহাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শরীফ ইদ্রিস বাকের, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দীকী প্রমুখ।