জাতির জনক বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে এজাগ এর আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্হা এসো জাতি গড়ি (এজাগ)।
জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালে এজাগ এর হল রুমে আলোচনা সভা, জাতীয় সংগীত পরিবেশন, প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এজাগ এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুস ছবুর, এজাগ এর সভাপতি তাছলিমা আক্তারী, সহসভাপতি রওনক ফারিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী কলেজ ছাত্রের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এর পর কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।