ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপিত হচ্ছে।
কর্মসূচীর অংশ হিসাবে সকালে সোনালী ব্যাংক লিমিটেড ফরিদপুর অঞ্চলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ফরিদপুর সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেনারেল ম্যানেজারর্স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মীর হাসান মো. জাহিদ।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেনারেল ম্যানেজারর্স অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শাহাদাত হোসেন লিন্টু, এজিএম মনোজ কুমার সাহা, এজিএম আ. মজিদ, এজিএম মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সোনালী ব্যাংক অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মো. শরীফ মঞ্জুরুল আহসান, বঙ্গমাতা পরিষদের সভাপতি মো. মাহফুজুর রহমান মবিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপিত হয়।