করোনায় ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬ জন
করোনায় ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬ জন
করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৭৫ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ১৫৭২ জন আক্রান্ত ছিলেন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে আক্রান্তের সংখ্যা ১৮৩৮ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্রমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে পুরো দেশকে করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।