জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে স্মরণ করলো ফরিদপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এই দিন সকাল ৭টার সময় শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শহর আওয়ামী লীগ প্রমুখ । এসময় স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
অন্যদিকে সকাল ৮টার সময় শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয় । সেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ, ডায়াবেটিক সমিতি, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা,শহর আওয়ামীলীগ সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, অ্যাড. স্বপন পাল, শেখ শহিদুল ইসলাম, ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া এবং করোনা ভাইসারে রোগ মুক্তির বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়।
এ উপলক্ষে অম্বিকা ময়দান থেকে একটি র্যালি শুরু হয়ে স শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিব মঞ্চে ও সকল উপজেলায় একযোগে শতসহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন হয়। ১০.১৫ টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ একসাথে জাতির জনকের জন্ম বার্ষিকী উপলক্ষে শত পাউন্ডের কেক কেটে এবং ১০.২০ টায় বেলুন উড়িয়ে মুজিব বর্ষের শুভ সূচনা করা হয়।
বাদ আছর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মহামারি আকারে রুপ নেওয়া করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দোয়ার ব্যবস্থা করা হয়েছে।