দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে
ট্রাফিক পুলিশের মাঝে ভিটামিন সি, ভিটামিন ডি ও জিংক ট্যাবলেট বিতরণ
করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য নিজেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশে দিনাজপুর ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ভিটামিন সি, ভিটামিন ডি ও জিংক ট্যাবলেট বিতরণ করা হয়।
শনিবার (১৬ মে) দিনাজপুর ট্রাফিক অফিসে টি.আই, এ.টি.এস.আই, টি. এস.আই, সার্জেন্ট ও কনস্টেবল সকলের মাঝে ভিটামিন সি, ভিটামিন ডি ও জিংক ট্যাবলেট বিতরণ করেন টি.আই (প্রশাসন) জনাব মোঃ এটিএম তৌহিদুল ইসলাম। এসময় দিনাজপুর ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।