• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
বোয়ালমারীতে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মত বিনিময় সভা

সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের বোয়ালমারীতে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) স্থানীয় অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আসলাম মোল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন। চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। মতবিনিময় সভায় জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে উপস্থিত সকলকে পরামর্শমূলক বক্তব্য দেন সহকারী প্রোগ্রামার মো. মেহেদী হাসান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, পৌর সচিব, ইউনিয়ন পরিষদ সচিব, প্রাথমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি সদস্য, ইউডিসি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাকিবুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।