আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি করা হয়েছে ।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা বন কর্মকর্তা লিটন মিয়া,উপজেলা ক্যাবের সভাপতি সাংবাদিক কবীর হোসেন, সাংবাদিক মিয়া রাকিবুল প্রমুখসহ অনেকে ।