সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই প্রতিপাদ্যের আলোকে” পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কৃষক লীগ, গলাচিপা উপজেলা শাখার কর্মী সভা ১৫ই এপ্রিল শুক্রবার বিকাল ৫টায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ অফিস হলরুমে গলাচিপা উপজেলা কৃষক লীগ নেতা মোঃ মসিউল ইসলাম রুবেলের আয়োজনে জেলা কমিটির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম ফকির এর সভাপতিত্বে এবং জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সরদার সোহরাব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন শাহ,পটুয়াখালী জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদশা, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু, দপ্তর সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন, জেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহিন,
জেলা কৃষক লীগের সদস্য ও পটুয়াখালী পৌর কৃষক লীগের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য ও কলাপাড়া পৌর কৃষক লীগের সভাপতি মোঃ সৌরভ সিকদার, জেলা কৃষক লীগের সদস্য ও কলাপাড়া পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী, পটুয়াখালী সদর উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ হুমায়ুন কবির বাচ্চু।এছাড়াও আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষক লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।