কবির হোসেন,,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে যথাযথ মর্যাদায় ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা হয়।
বিজয় উল্লাসে আনন্দ র্যালি ও সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা কমপ্লেক্স চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রেসক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এছাড়াও বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানায় ও অসহায় পরিবারে বিশেষ খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।