• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার ১৭ বছরের কারাদণ্ড

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

অস্ত্র মামলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর মোল্লাকে (৩৫) ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

একইদিন বিকালে ফরিদপুর জজকোর্টের আইনজীবী অ্যাড. শাহ মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত আসামি লুৎফর মোল্লা জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী এলাকার মৃত. গিয়াসউদ্দিন মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ জানুয়ারী রাত ৮ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাজারের একটি জুতার দোকানের সামনে থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ লুৎফর মোল্লাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এসআই মো. জুয়েল মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনা দীর্ঘ তদন্ত শেষ অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী নবাব আলী মৃধা বলেন, এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।