ডা. আব্দুর রশিদের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ডা. আব্দুর রশিদের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ যোহর ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করেন মরহুমের পরিবার।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার,সাংবাদিকবৃন্দ ও জাকের পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কয়েকদফা মোনাজাত করেন মাওলানা এনায়েত হোসেন ও মাওলানা নুরুদ্দীন মোল্যা।
উল্লেখ্য, মরহুম ডাঃ আব্দুর রশিদ ২০১৩ ইং সালের ১৭ ই জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।