এস এম মনিরুজ্জামান, ফরিদপুর :-
দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজীব এন্ড ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। গতকাল দুপুরে শহরে মামুদপুর বিসমিল্লাহ শাহ দরগা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মটর ওয়ার্কারস ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর গোলাম মো. নাসির।
সংগঠনের সভাপতি ডা. আলামিন সবুজের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আতিয়ার শেখ, সংগঠনটির সহ সভাপতি এসএম আসাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন রুবেল।
এদিন সংগঠনটি শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে।
শীত বস্ত্র বিতরনের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় সংগঠনটি।
সংগঠনটির এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।