ভাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি -১৭/৯/২৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া গ্ৰামে শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী নাম
আক্কাস মুন্সী সে উক্ত গ্ৰামের মৃত মনির মুন্সীর ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক সফিকুর রহমান জানান, জেলা গোয়েন্দা ভাঙ্গা অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শকের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আক্কাস মুন্সীর
বসত বাড়ীর গোয়ালঘরের মধ্যে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করি।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।