• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
করোনাঃ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ

কিন্তু কোম্পানিগুলো দিচ্ছে না কোন সুরক্ষা সামগ্রী৷

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মোঃ আসাদুজ্জামান : ফাঁকা রাস্তা, নেই আগের মতো মানুষের কোলাহল। করোনাভাইরাসের সংক্রমণে গোটা পৃথিবীর মতো থমকে গেছে পুরো দেশ। তবুও ঘর বন্দি মানুষের জরুরি ওষুধ পৌঁছে দিতে ভূমিকা রাখছে ওষুধ কোম্পানির বিপণন কর্মীরা।

জানা যায়,কোম্পানিগুলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাই উৎপাদিত ওষুধ ভোক্তার কাছে পৌঁছে দেয়। এজন্য সারা দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওষুধ বিপণনের সঙ্গে যুক্ত আছে ২১৭টি ওষুধ কোম্পানির প্রায় ২ লাখ ৫০ হাজার কর্মী।
যাদের প্রতিদিন কমপক্ষে দুবার হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে যেতে হয়। ভোক্তার কাছে ওষুধ পৌঁছে দিতে মাঠ পর্যায়ের চার পদের মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভ কাজ করে থাকে। তাদের মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাই সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে আছেন। কেননা যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ওষুধ বিপণন করছে তারা। ফলে করোনাভাইরাস ঝুঁকিতে এসব বিপণনকর্মী ও তাদের পরিবারের সদস্যরা।
বেশ কয়েকজন প্রতিনিধি অভিযোগ করে জানিয়েছেন, এই মহামারী তো আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া, ডাক্তার ভিজিট করা এবং ফার্মেসিতে নিয়মিত ওষুধ পৌঁছে দেওয়াসহ নিয়মিত সব কাজ করছেন তারা। কিন্তু এ জন্য তাদের নেই যথেষ্ট সুরক্ষার উপকরন। সাথে কোম্পানির মাসিক টার্গেট পূরণের চাপ তো আছেই। এছাড়া ফিল্ডে থাকা বিক্রয় প্রতিনিধি ও ডেলিভারির কাজে নিয়োজিতরাও রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে?

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।