• ঢাকা
  • শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ ইং
সালথা’য় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় রোববার (১৭ সেপ্টেম্বর) বিকালে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সদক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উদ্বোধন করা হয় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার। পরে উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের মননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান বালীর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফকির মিয়া, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রফিক মোল্যাসহ উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে আগত ইউপি মেম্বারগন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, উন্নয়নের জন্য শেখ হাসিনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। বিগত কোন সরকারের আমলে বাংলাদেশে এত উন্নয়ন হয়নি। এসময় উপস্থিত ইউপি চেয়ারম্যান-মেম্বারগনের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে। দেশকে উন্নত রাষ্টের তালিকায় পৌছাতে আবারো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

১৭ সেপ্টেম্বর ২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।