• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
সালথা’য় প্রতিপক্ষের হামলায় ২১টি বসতঘর ভাংচুর, আহত-১৫

সালথা’য় প্রতিপক্ষের হামলায় ২১টি বসতঘর ভাংচুর, আহত-১৫

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পুর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ২১টি বসতঘর ভাংচুর ও মহিলাসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬এপ্রিল) বিকালে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালাম শেখ বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে আটক করেছে।

কালাম শেখ অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ ইকরাম খান ও মান্নান খানের সাথে দীর্ঘদিন যাবৎ গ্রাম্যদলাদলী ও পারিবারিক বিরোধ চলে আসছে। এরই সুত্র ধরে বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ইকরাম খান ও মান্নান খানের লোকজন ঢাল-সড়কি, রামদা, ইটপাটকেল নিয়ে আমার বাড়ি ও আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ২১টি বসতঘর ভাংচুর করেছে। এ সময় হামলা ঠেকাতে গিয়ে আমার সমর্থক লাভলু শেখ, সোবান শেখ, রুস্তুম শেখ, রাশেদ শেখ, শাহাদৎ শেখ, রেজাউল শেখ, সেলিনা বেগম, ৭মাসের অন্তসত্বা পলি বেগমসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইকরাম খান ও মুন্না খান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, হামলার ব্যাপারে আমরা কিছুই জানিনা। পরে জানতে পারলাম আমাদের সমর্থক কয়েকজন যুবকের সাথে কালাম শেখের লোকজনের মারামারী হয়েছে। নিজেরাই বসতঘর ভাংচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী মান্নান খানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।