• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
বোয়ালমারী ও আলফাডাঙ্গায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী র‍্যালি সমাবেশ

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে ৩৪ বিটে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী র‍্যালি এবং পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আলফাডাঙ্গা থানার ১৫ বিটে পৌরসভার নয়টি ওয়ার্ড ও ছয় ইউনিয়নে একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসদরের র‍্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা হয়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ওসি তদন্ত ফয়সাল আহম্মেদ, আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার প্রমুখ।

এদিকে বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে ১৯ বিটে পৌরসভার নয়টি ওয়ার্ড ও দশটি ইউনিয়নে র‍্যালি ও সমাবেশ হয়েছে। বোয়ালমারী পৌরসভায় র‍্যালি শেষে পৌর হলরুমে এক আলোচনা সভা অনুর্ষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার একেএম জহুরুল হক, প্যানেল মেয়র আ. কুদ্দুস শেখ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।