• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর শেখ রাসেল টি-টোয়েন্টিতে পাংশা ও ইয়াং ট্যালেন্ট একাডেমির জয়লাভ

ফরিদপুর শেখ রাসেল টি-টোয়েন্টিতে পাংশা ও ইয়াং ট্যালেন্ট একাডেমির জয়লাভ করেছে।

মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটে মঙ্গলবারের খেলায় জয়লাভ করেছে পাংশা ক্রিকেট একাডমি ও ইয়াং ট্যালেন্ট একাডেমি।
দিনের প্রথম ম্যাচে পাংশা ক্রিকেট একাডেমি ১৫ রানে দুর্গম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে পাংশা ক্রিকেট একাডমি ৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভ ও মেহেদী দুজনেই ১২ রান করেন। অতিরিক্ত ২২,। দুর্গম ক্রিকেট একাডেমির হালিম ও সৌরভ ২ টা করে উইকেট লাভ করেন।

জবাবে দুর্গম ক্রিকেট একাডেমি ৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহিন করেন ২৩ রান। পাংশা ক্রিকেট অ্যাক্যাডেমির মাহফুজ ৪ এবং জহিরুল ও অপি ২ টা করে উইকেট নেন। বিজয়ী দলের পক্ষে মাহফুজকে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয়।
এছাড়া দিনের অপর ম্যাচে ট্যালেন্ট একাডেমি ৫ উইকেটে গোপালগঞ্জ একাডেমিকে পরাজিত করেন।
প্রথমে ব্যাট করতে নেমে গোপালগঞ্জ একাডেমি ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে দীপ্ত ২২ রান সংগ্রহ করে। অতিরিক্ত ২৯.। ইয়াং ট্যালেন্ট একাদশের পক্ষে আফ্রিদি ১০ রানে ৫ উইকেট নেন। এছাড়া সাঈদ নেন ৩ উইকেট।
জবাবে ৫ উইকেট হারিয়ে ইয়াং ট্যালেন্ট একাদশ ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাগর ২৯ রান করে। অতিরিক্ত ২৫। খেলায় বিজয়ী দলের আফ্রিদিকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।