কুষ্টিয়ায় ত্রাণের দাবিতে জনসাধারণের বিক্ষোভ
মোঃ চাঁদ আলী,কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ত্রাণসামগ্রী না পাওয়ায় বিক্ষোভ করেছে সাধারণ জনগণ। কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম বটতৈল শুক্রবার সকাল ১১ টায় দুই থেকে আড়াই শত দরিদ্র মানুষ ত্রাণ না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা বলেন করোনা ভাইরাসের কারণে আমরা দীর্ঘদিন কর্মহীন। অনেকদিন যাবৎ অনাহারে রয়েছি সরকারের কোনো সহযোগিতা আমাদের কাছে পৌঁছায়নি। অধিকাংশ লোকই ইটভাটায় কাজ করে। দীর্ঘদিন যাবৎ কাজ বন্ধ থাকায় আমাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পরবর্তীতে বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মোমিন মন্ডল ও প্রশাসনের হস্তক্ষেপে হতদরিদ্ররা অবরোধ ও বিক্ষোভ তুলে নেয়। এ সময় চেয়ারম্যান মোমিন মন্ডল বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে বলেন, আপনাদের তালিকার মাধ্যমে ত্রাণ দেয়া হবে। তিনি আরো বলেন সরকারের পক্ষ থেকে আমাদের যে ত্রাণসামগ্রী দেয়া হয়েছে তা অতি সামান্য যার কারণে সবাইকে ত্রাণ দেয়া সম্ভব হচ্ছে না।