আল্লামা শফী হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা
হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এতে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন।
মামলা করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার বাদি আল্লামা আহমদ শফীর শ্যালক মঈন উদ্দীন নিজেই।