বিজয় পোদ্দার, ফরিদপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকি পালিত হয়েছে ফরিদপুরে।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও অংগসংগঠন, সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক ও সহিত্য সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ বাঙালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে স্মরণ করেছে।
১৭ মার্চ জাতির পিতার শুভ দিনটি শ্রদ্ধা ও ভালবাসায় বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে নতুন প্রজন্মের সামনে বিভিন্ন কর্মসূচি দিয়ে তুলে ধরা হয়।
জেলা ও পুলিশ প্রশাসন সূর্য্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি বিজরিত ঐতিহাসিক অম্বিকা ময়দানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পন করে, অন্যদিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগসহ অংগ সংগঠন।
সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে মুজিব বর্ষ মঞ্চে শিশু কিশোর সমাবেশ, ১০১ পাউন্ড কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশন করা হয়।
শত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও বঙ্গবন্ধু আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এছাড়া মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও বিভিন্ন উপসনালয়ে প্রার্থনা মুনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, সামাজিক প্রতিবন্ধী পূর্নবাসন কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শেখ রাসেল পৌর শিশু পার্কে বিনামূল্যে বিনোদন ও শহরের বিভিন্ন স্থান মাস ব্যাপি বঙ্গবন্ধুর ভাসন তথ্য চিত্র ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্রের আয়োজন করা হয়।
জেলা পুলিশ প্রশাসনও পুলিশ লাইনে আলোচনা, কেক কাটা ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান বিপিএম (সেবা), জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সহ সভাপতি শিল্পপতি শামীম হক, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন আহমেদ মানু, শিল্প-বাণিজ্য সম্পাদক দিপক মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, পৌর মেয়র অমিতাভ বোস, থানা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ, জেলা শ্রমিকলীগ সভাপতি আক্কাছ হোসেন, সাধারণ সম্পাদক শহিদ হোসেন মোল্লা, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলী আজগর মানিক, জাতীয় শ্রমিকলীগ ১৫নং ওয়ার্ডের সাবেক দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান দুলাল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ নেতৃবৃন্দ। মুহু মুহু জয় বাংলা স্লোগানে ফরিদপুরের আকাশ বাতাস জেগে উঠেছিল মহা মানবের জন্মদিন পালন।
থানা রোডস্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে আওয়ামীলীগ যুবলীগসহ অংগসংগঠন র্যালি করে ঐতিহাসিক অম্বিকা ময়দানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায়। ফরিদপুর কোতয়ালী থানা যুবলীগের উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা কমিটির সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ মোঃ এমার হক, যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসান মিন্টু ফকির, মেহেদী আলম বিশ্বাস বাবুল, আবুল কালাম আজাদ টুটুল, দাউদুর রহমান দাউদ, আব্দুর রউফ খান, শহিদুল ইসলাম শহিদসহ নেতৃবৃন্দ। অন্য দিকে ফরিদপুর প্রেসক্লাবও বর্তমান সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকি, সাধারণ সম্পাদক মশিউর রহমার খোকনসহ নেতৃবৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শহরের শোভারামপুর শিবাজী নিকেতন জাতির পিতার জন্মদিন পালন করেছে, এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাংবাদিক কবি বিজয় পোদ্দার, সহ-সভাপতি নন্দিতা পোদ্দার, সাংগঠনিক সম্পাদক পংকজ ভট্টাচার্জসহ নেতৃবৃন্দ।