• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরের সালথায় পানিবন্দী মানুষের পাঁশে ত্রাণ নিয়ে ইউএনও

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় মাননীয় প্রাধানমন্ত্রীর পক্ষ থে‌কে পা‌নিব‌ন্দি ও চলমান বন্যায় ক্ষ‌তিগ্রস্থ্য প‌রিবা‌রের মা‌ঝে ত্রান পৌ‌ছে দি‌লেন সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মাদ হা‌সিব সরকার। সোমবার বেলা ১১ টায় উপ‌জেলার রামকান্তপুর ইউনিয়‌নের বন্যা কব‌লিত বি‌ভিন্ন এলাকায় ১০ কে‌জি ক‌রে চাল মোট ১০০ প‌রিবা‌রের মা‌ঝে বিতরণ করা হয়।

বন্যা কব‌লিত রামকান্তুপুর ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ ক‌রেন সালথা উপ‌জেলার সুদক্ষ উপজেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মাদ হা‌সিব সরকার।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা ডাঃ মোঃ শাখায়াত হো‌সেন, রামকান্তপুর ইউনিয়‌নের চেয়ারম্যান আশরাফ আলী‌ লিটু, ইউ‌পি স‌চিব আব্দুস সোবহান, উপ‌জেলা প্রশাস‌নের অ‌ফিস সহকা‌রি মোঃ র‌ফিকুল ইসলাম।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ত্রান সহায়তার সময় ব‌লেন, সালথা উপ‌জেলায় বন্যার প্র‌কোপ কম থাক‌লেও অ‌তিবৃ‌ষ্টির কার‌নে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরী হ‌য়ে‌ছে। এই জলাবদ্ধাত দীর্ঘস্থায়ী হওয়ায় ‌বেশ কিছু প‌রিবার পা‌নিব‌ন্দি হ‌য়ে প‌রে‌ছে। উপ‌জেলা প্রশাসন ও ইউনিয়ন প‌রিষ‌দের সম‌ন্বয়ে পা‌নিব‌ন্দি প‌রিবারগু‌লোর জন্য মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থে‌কে খাদ্য সহায়তা বা‌ড়ি বা‌ড়ি পৌ‌ছে দেওয়া হ‌য়ে‌ছে। পর্যায়ক্র‌মে জলাবদ্ধতায় অন্য প‌রিবা‌রগু‌লোর কা‌ছে এই খাদ্য সহায়তা পৌ‌ছে দেওয়া হ‌বে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।