• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরের আওয়ামীলীগের রাজপথ কাঁপানো লড়াকু সৈনিকেরা

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জয় বাংলা শ্লোগানে মুজিব আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রাজনৈতিক প্রজ্ঞায় ফরিদপুরে আওয়ামী লীগের দুঃসময়ে যারা রাজপথে থেকে কাজ করেছেন তারা অনেকেই আজ নেই, চলে গেছেন না ফেরার দেশে। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, ফরিদপুর জেলা আ.লীগের সাবেক অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান খান। একটি পুরনো ছবি কিন্তু আজও মনের মাঝে নাড়া দিয়ে যায়। ছবিটিতে দেখা যাচ্ছে মরহুম শ্রমিক জননেতা, হাসিবুল হাসান লাবলুর নেতৃত্বে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলে অন্যতম ভূমিকায় রয়েছেন বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, যুগ্ম-সম্পাদক মাইনউদ্দিন আহেমদ মানু, প্রয়াত মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান। অন্য পাশে রয়েছেন ইঞ্জিঃ খন্দকার মোশারফ হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক হোসেনসহ নেতৃবৃন্দ। এই যে, আন্দোলনের রুদ্র বলয় ফরিদপুর মাটিতে শক্ত ঘাঁটি হিসেবে আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে প্রতিষ্ঠিত করেছে নেতৃবৃন্দ। সেই শক্তির বলয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করে ঢুকে পড়েছিল শত্রু বাহিনী। দুবৃত্তায়ন আর লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সাম্প্রতিক শুদ্ধি অভিযানে সেইসব ছদ্মবেশী হায়েনাদের পতন হতে শুরু করেছে। ফরিদপুরের রাজনৈতিক নেতৃত্বে কালো মেঘ ভেঙ্গে নেতৃকর্মীদের পাশে দাঁড়িয়েছেন যে কয়জন বলিষ্ঠ নেতা তারা অনেকেই এই ছবির মধ্যে রয়েছেন। ফরিদপুরে আজ লাঞ্ছিত, শোষিত নেতাকর্মীরা কী চায়? কোন নেতৃত্বে অগ্রসর হতে চায় তার প্রমাণ লাবলু সড়কের বিশাল শোক দিবসের জন সমুদ্র। এই জনসভা থেকেই রাজাকার, হইব্রিডবিরোধী বক্তব্য দিয়েছিলেন প্রয়াত নেতা মাহাবুবুর রহমান খান। আর শামীম হক বলেছিলেন, শেখ হাসিনার নির্দেশ দলে কোন অনুপ্রবেশকারীর স্থান হবে না। কোন দুবৃত্তায়ন লুটেরা এখানে স্থান করে নিতে পারবে না। সেদিনের সেই দীপ্ত শ্লোগানের রুদ্র কণ্ঠে হাজার হাজার নেতাকর্মী জয় বাংলা শ্লোগানে অভিবাদন জানিয়েছিল।

ফরিদপুরের মাটিতে আজ বড় প্রয়োজন পরীক্ষিত, ত্যাগী, দক্ষ কর্মীদের মূল্যায়ন করা নেতৃবৃন্দের। আর এই ছবির মধ্যেই সেই নেতৃত্বের জ্যোর্তিময় অধ্যায় রচিত হতে পারে। আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষে চেতনা থাকুক রাজাকার, হাইব্রিডমুক্ত। এখানে আর যেন কোন শকুনের অনুপ্রবেশ না ঘটে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।