ফরিদপুরে ২ হাজার পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিজয় পোদ্দার, ফরিদপুর :
ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে মাদক দ্রব্য ২হাজার পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ি তুহিন শেখ (২৯) গ্রেফতার হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, ফরিদপুর ডিবি পুলিশের ওসি সুনীল কুমার কর্মকারের নেতৃত্বে এক দল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের জ্ঞানদিয়া গ্রামে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তুহিনকে গ্রেফতার করে।
তার দেয়া তথ্য মতে বাড়ির ভিতর থেকে ২হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীকে আগামীকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে জিজ্ঞাসা বাদের জন্য ০৫ (পাচ) দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানা যায়।
প্রাথমিক ভাবে আটক মাদক ব্যবসায়ী স্বীকার করেছে যে, ৩০০০ পিচ ইয়াবা বিক্রির জন্য এনেছিল।