ফরিদপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।
ফরিদপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগে ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার সকালে শহরের আলিপুরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মিসেস ঝরনা হাসান, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।